‘পাকিস্তানকে ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হবে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:২৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
ইরানের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
দক্ষিণ-পূর্ব ইরানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বুধবার রাতে আইআরজিসি’র একটি বাসে শক্তিশালী গাড়িবোমা হামলার পর এ আহ্বান জানালেন তিনি।
জেনারেল জাফারি বলেন, ‘বন্ধুপ্রতীম পাকিস্তান সরকার, দেশটির নিরাপত্তা বাহিনীগুলো এবং সেনাবাহিনী দু’দেশের যৌথ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে তেহরান আশা করছে।”
আইআরজিসি’র কমান্ডার বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ইরান ও পাকিস্তান উভয় দেশের শত্রু। কাজেই তারা যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সেজন্য তেহরান ও ইসলামাবাদকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
গত বুধবার রাতে ইরানের পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান-খাশ মহাসড়কে আইআরজিসি’র জওয়ানদের বহনকারী বাসে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ১৩ জন আহত হন।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/