ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে নজর কেড়েছেন জাহানারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

চুয়াডাঙ্গা শহরে পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে, সবার নজর কেড়েছেন এক নারী। নানা বাধা-বিপত্তি পেছনে ফেলে, প্রতিষ্ঠা করেছেন স্কুল। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতার খেতাব। এই শিশুদরদীর নাম জাহানারা খাতুন। 
গল্পের শুরু ২০০৭ সালে। নিজের পড়াশুনার পাশাপাশি, পথশিশুদের জন্য কিছু করার স্বপ্ন দেখেন পলাশ পাড়ার জাহানারা খাতুন। এক মুঠো ভাতের জন্য যেসব শিশু পথে-ঘাটে-স্টেশনে কাগজ ও প্লাস্টিকের বোতল কুড়াতো, তারাই এখন পড়ছে স্কুলে।
অনুকরণীয় এই নারীর পথচলা কিন্তু সহজ ছিল না। স্কুল চালুর সময় অনেকেই দাঁড়ান বাধা হয়ে। শিশু চুরির অপবাদসহ, শুনতে হয়েছে নানা কটু কথা। কিন্তু ছাড়েননি হাল। নিজের হাত খরচের টাকা, আর পরিবারের সহযোগিতায় শহরের রেল লাইনের পাশে গড়ে তোলেন এই প্রতিষ্ঠান।
দুটি শিশুকে নিয়ে শুরু হওয়া স্কুলে এখন শিক্ষার্থীর সংখ্যা ৪৫। স্থানীয়রাও জানাচ্ছেন সাধুবাদ।
এ ধরনের কাজে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
সাহসী এই উদ্যোগের জন্য চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ জয়িতার স্বীকৃতি পেয়েছেন জাহানারা খাতুন।

বিস্তারিত ভিডিওতে দেখুন :

এসএ/