ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রেল যোগাযোগ বাড়াতে আরো ২’শ এমজি যাত্রীবাহী কোচ

প্রকাশিত : ০৮:০৫ এএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:২৫ পিএম, ৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

সারাদেশে রেল যোগাযোগ বাড়াতে আরো ২’শ টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ করছে সরকার। চীন থেকে সংগ্রহ করতে মোট ব্যয় হবে ৯’শ ২৭ কোটি ৫২ লাখ টাকা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে এমন একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও আরো ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিদেশ থেকে আসার পর প্রধানমন্ত্রীর প্রথম একনেক বৈঠকে জাতিসংঘের পুরস্কার পাওয়ায় শুরুতেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান একনেক সদস্যরা। বৈঠক শেষে ২০১৬-১৭ অর্থবছরে সরকার ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।