বই মেলায় সাজ্জাদ আলম খান তপু’র নতুন বই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:২৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বৈষম্য দূরে রাজনৈতিক অঙ্গীকার থাকলেও তার যথাযথ বাস্তবায়ন কখনোই হয়নি দেশে। নির্বাচনের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক অর্থনীতির মৌসুম। সুশাসন সংকটে ধুঁকছে দেশের ব্যাংকিং খাত। উন্নয়ন ভাবনায় বরাবরই উপেক্ষিত শ্রমিক সমাজ...
আরও গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক লেখা নিয়ে সাংবাদিক সাজ্জাদ আলম খান তপুর নতুন বই "রাজনীতির আয়নায় অর্থনীতি " প্রকাশিত হয়েছে এবারের একুশে বই মেলায়।
‘রাজনীতির আয়নায় অর্থনীতি’ বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থ মেলায়- প্রকাশক প্রতিষ্ঠান র্যামন পাবলিশার্স, স্টল নং ৬২৯-৬৩০, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায়।
এসি