জামায়াত ভিন্ন নামে রাজনীতির অপপ্রয়াস চালাতে পারে : শিক্ষামন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৮:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জামায়াতে ইসলামী ভিন্ন নামে রাজনীতি ও সংগঠন করার `অপপ্রয়াস` চালাতে পারে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জামায়াতের মধ্যে যে জঙ্গিবাদী ধারণাগুলো রয়েছে এবং তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাকারী, এটি অত্যন্ত সাম্প্রদায়িক। সেই আদর্শকে ধারণ করেই ভিন্ন নামে রাজনীতি ও সংগঠন করার অপপ্রয়াস তারা চালাচ্ছে কিনা সেটিও আমাদের দেখা দরকার।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, `তিনি (রাজ্জাক) যে কথাগুলো বলেছেন সেগুলোকে স্বাগত জানাই, কিন্তু তিনি কী উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, তা পরবর্তী কার্যক্রম দেখলে বোঝা যাবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
এসএইচ/