ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) আশুলিয়ার কিচেন ট্যুর রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সহ-উপদেষ্টা ডা. নাবিল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক (ভূমি ও প্রশাসন) সাইফুল ইসলাম শিশির। বিশেষ অতিথি ছিলেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. দিল আফরোজ হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং কর্মক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক (অপু)। সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তুফা বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসনাত তৌহিদ, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, বর্তমান কমিটির সভাপতি মো. রিফাত মেহেদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি খাঁ প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

জেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতেও কাজ করছে এ সংগঠন।

কেআই/