আশুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ভাড়া বাড়ির নিজ কক্ষ থেকে হাছনা বেগম (২৪) নামে এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রিক্সাচালক নয়ন মিয়া পলাতক রয়েছে।
রোববার দুপুরে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রহমত আলীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গৃহিনী হাছনা ও তার স্বামী রিক্সাচালক নয়ন দীর্ঘদিন ধরে তাদের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার সকালে পাশের কক্ষের ভাড়াটিয়া হাছনা বেগমকে ডাকাডাকি করলেও তিনি কোন সাড়া না দেওয়ায় সন্দেহ হয় তাদের। পরে কক্ষে প্রবেশ করে মুখের উপর বালিশ চাপা দেওয়া অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা।
এ সময় তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো অবস্থায় পাওয়া গেছে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রতিবেশীরা আরও জানান, নিহত হাছনা বেগমের স্বামী নয়ন মিয়া স্ত্রীকে সন্দেহ করতো। প্রায় সময়ই তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। হয়তো সেজন্য এই ঘটনা ঘটে থাকতে পারে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তার স্বামী পলাতক রয়েছে। পলাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের ফলাফল হাতে পাওয়ার পরই প্রকৃত রহস্য জানা যাবে।’
কেআই/