ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বাকযুদ্ধের মধ্য দিয়ে শেষ হল মাইক পেন্স এবং কেইনের বিতর্ক

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০২:৩২ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

তুমুল বাকযুদ্ধের মধ্য দিয়ে শেষ হল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান মাইক পেন্স এবং ডেমোক্র্যাট টিম কেইনের একমাত্র বিতর্ক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর জারিপে ৪৮ শতাংশ দর্শকের সমর্থন পেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স। আর টিম কেইন পেয়েছেন ৪২ শতাংশ দর্শকের সমর্থন। ভার্জিনিয়ায় অনুষ্ঠিত বিতর্কে ৯০ মিনিটের বেশিরভাগ অংশেই ছিল হিলারি এবং ট্রাম্পের প্রতি দুই জুনিয়রের সমালোচনা। তবে, তুলনামূলক শান্ত ছিলেন মাইক পেন্স। এ’সময় সিরিয়া ও ইরাক ইস্যুতে হিলারির সমালোচনা করেন পেন্স। আর ট্রাম্প ও পেন্সকে রুশ নীতিতে নময়নীয়তা পরিহারের আহ্বান জানান কেইন।