মেহেরপুরে হয়ে গেল পিঠা উৎসব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে বাংলাব ঐতিহ্য। বাঙ্গালীর উৎসব পার্বনেও লেগেছে ভিন দেশীয় ছৌঁয়া। তেমনি নতুন প্রজন্মের জানা নেই অনেক পিঠা পুলির নাম। এসব পিঠা পুলি ও লোকজ সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মেকে পরিচয় করিয়ে দেবার লক্ষে মেহেরপুরের সরকারি কলেজে দিনব্যাপী আয়োজন করা হয় পিঠা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের আয়োজন করে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ শফিউল ইসলাম সর্দার।
সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উৎসবে বিভিন্ন বিভাগের ১২ টি স্টলে ছাত্র-ছাত্রীদের নিজ হাতে তৈরি হরেক রকমের দেশীয় পিঠা হাজির হয়। এতে নতুন প্রজন্ম পরিচিত হয় নানা রকমের পিঠা পুলির সাথে। এছাড়া ছাত্র-ছত্রীদের পরিবেশনায় লোকজ গানেরও আয়োজন করা হয়।
আরকে//