ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

দিন দিন বাড়ছে জনসংখ্যা, বাড়ছে খাদ্যের চাহিদা; অপরদিকে কমছে কৃষি জমি। আগামী ২০৫০ সালে কৃষি জমির পরিমান দাঁড়াবে ৭৭ লাখ ৭০ হাজার হেক্টর- যা খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। তাই, উন্নত প্রযুক্তি ব্যবহারে সীমিত জমিতে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি বিকল্প খাদ্যের গ্রহণযোগ্যতা বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। এজন্য টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ তাদের। উৎপাদন খরচ অনুপাতে বাজার মূল্য নেই ধানের। তারপরও চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়াতে হচ্ছে। এজন্য, কৃষকের উৎপাদিত ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে কৃষি উপকরণসহ সার্বিক সহায়তা সরকার দিয়ে যাচ্ছে। শ্রমিকের উচ্চ মুজুরীর কারণেও বেড়ে যায় উৎপাদন খরচ। গবেষণা বলছে, উৎপাদন ব্যয়ের শতকরা ৪০ ভাগই যায়, কৃষি শ্রমের মূল্য পরিশোধে। আর উৎপাদন নিশ্চিত করতে, শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক দেবার বিকল্প নেই বলেও মত বিশ্লেষকদের। একইসঙ্গে আবাদের কৌশল পরিবর্তনের মাধ্যমে ফসল উৎপাদন করে বাজার ঠিক রাখার কথা বলছেন তারা। শুধু তাই নয়, ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ানো, প্রতিকূল পরিবেশে সহনীয় ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি, কৃষি বান্ধব প্রযুক্তির ওপরও জোর দেন বিশেষজ্ঞরা। এক-ফসলী কে, দো কিংবা ত্রি-ফসলী, এমনকি বাইরে চার-ফসলী করা যায় কি না, সে বিষয়টি নিয়েও ভাবার পরমার্শ তাদের। সবকিছুর পর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সব পক্ষের সমন্বিত উদ্যোগ- এমনটাই মত তাদের।