ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

জঙ্গিদের সঠিক পথে ফিরে আস‍ার সুযোগ দেয়া হবে, না এলে নির্মূল করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

জঙ্গিদের সঠিক পথে ফিরে আস‍ার সুযোগ দেয়া হবে, না এলে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বগুড়ায় দুই জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ’সব কথা জানান। আর যারা ধর্মের নাম ব্যবহার করে অশান্তির সৃষ্টি করছে, তাদের ডানা ছিঁড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বগুড়ার শহীদ মিলনায়তনে এভাবেই অনুভতি ব্যাক্ত করেন সদ্য আত্মসমর্পন করা দুই জঙ্গি। গুলশান হালায় জড়িত জঙ্গী খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ট সহযোগি ছিল বগুড়ার এই আব্দুল হাকিম। হাকিমের বন্ধু গাইবান্ধার মহমুদুল হাসানও নব্য জেএমবির সামরিক শাখার সাথে জড়িত ছিল। সম্প্রতি জঙ্গি দমনে র‌্যাবের জাল বিস্তৃত হলে আত্মসমপর্ন করে তারা। অনুষ্ঠানে আত্মসমপর্ন করা দুই জেএমবি সদস্যর পূনর্বাসনে প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেয়া হয়, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। পরে আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিদের পুনর্বাসনের স‍ুযোগ দিতে নির্দেশ দিয়েছেন। আমরা তাদের সুযোগ দিতে চাই। অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, জেল, ফাঁসি নয়- ভালোবাসা দিয়ে আমরা জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। কারও সন্তান জঙ্গিবাদে জড়িয়ে গেলে তাদের আত্মসমর্পনে উৎসাহ দিতে পরিবারের প্রতি আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক।