ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

৫০ ইমাম-মুয়াজ্জিনকে ভাতা দেবে ইউনিয়ন পরিষদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:০১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

৫০ জন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু।

জেলায় এই প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫০জন ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান করা হয়।

এখন থেকে প্রতি মাসে উক্ত ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়মিতভাবে এ ভাতা  দেয়া হবে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২(রায়পুর) আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল।

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।