ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বিজিএমইএ দপ্তরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:৫১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নেদারল্যান্ডস সরকারের রাষ্ট্রদূত হেন্ড্রিকোস জি জে হ্যারি আজ মঙ্গলবার বিজিএমইএ দপ্তরে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে আজই প্রথম বিজিএমইএ দপ্তরে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করলেন।

এসময় বিজিএমইএ-এর সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. মুনির হোসেন ও পরিচালক আ.ন.ম. সাইফউদ্দীন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে মূলত দ্বি-পাক্ষিক বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি রাষ্ট্রদূতকে পোশাক শিল্পের সার্বিক দিক অবিহিত করেছেন এবং নেদারল্যান্ডে বাংলাদেশি পোশাকের বাজার সম্প্রসারণের বিষয়ে তার সহযোগিতা কামনা করেছেন। নেদারল্যান্ডেস এর রাষ্ট্রদূত বলেছেন যে, নেদারল্যান্ড সরকার বাংলাদেশের পোশাক শিল্পকে সহযোগিতা প্রদান করতে আগ্রহী।

তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণের ওপর গুরুত্ব প্রদান করেন।

এসএইচ/