ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

রামপাল বিদ্যুত প্রকল্পের বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছেঃ খন্দকার সুফী মালেক

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করতে রামপাল বিদ্যুত প্রকল্পের বিষয়ে জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট জ্বালানী বিশেষজ্ঞ খন্দকার সুফী মালেক। নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ’ইয়েস টু রামপাল’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সুফী মালেক জানান, রামপালে যে বিদ্যুত কেন্দ্রটি নির্মিত হচ্ছে সেটি পুরোপুরি পরিবেশবান্ধব। এটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার এবং ইউনেস্কো হেরিটেইজ সাইট থেকেও ৬৯ কিলোমিটার দুরে। অর্থনৈতিক, সমাজিক এবং কারিগরী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিত্বে প্রকল্পটির কাজ চলছে। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যপক প্রফেসর ড. কামাল উদ্দীন আহমেদ ও স্থপতি আশিক ইমরানসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।