সৌদি যুবরাজের ভারত সফর
উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৭ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১০:৫৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারতে পৌঁছেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বুধবার সৌদি যুবরাজের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের কথা রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওই বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল যুবরাজ সালমানের।কিন্তু পাকিস্তানে ২৪ ঘণ্টার সফর শেষে তিনি নয়া দিল্লি না এসে দেশে ফিরে যান।
ভারতে সফর শেষ করে এরপর সেখান থেকে তার চীনে সফরে যাওয়ার কথা রয়েছে।চীন সফরের মাধ্যমেই তার এশিয়া সফর শেষ হবে।
এদিকে পাকিস্তানের সঙ্গে যৌথ বিবৃতিতে শান্তি স্থাপনের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সৌদি আরব। আলোচনা ছাড়া অন্য কোনো পথে শান্তি স্থাপন হতে পারে না বলেও জানানো হয়েছে।
তবে পাকিস্তান যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের আলোচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারত।
তথ্যসূত্র: এএনআই
এমএইচ/