টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক হাশেম(ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ময়মনসিংহের ভাষা আন্দোলনের লড়াকু সৈনিক আবুল হাশেম। যে কোনো সময় নিভে যেতে পারে এই বীর সেনানীর জীবন প্রদীপ। এমন আশঙ্কায় পরিবারের সদস্যদের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়।
বায়ান্ন’র একুশে ফেব্র“য়ারি পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আব্দুল জব্বার, এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন গফরগাঁয়ের সাধারণ মানুষ। সেসময় সর্বস্তরের মানুষকে সংগঠিত করে আন্দোলনে নামেন গফরগাঁও কলেজের শিক্ষার্থী ও ছাত্র সংসদের ভিপি আবুল হাশেম। বায়ান্ন’র রণাঙ্গনের সেই টগবগে বীর, আজ নুয়ে পড়েছেন অসুস্থতা আর বয়সের ভারে। আন্দোলন সংগ্রামের স্মৃতিচারণ করে এখন তার দিন কাটে বিছানায়।
২০১৬ সালের ৫ জানুয়ারি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অচল হয়ে যায় দুই পা। অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসাও করাতে পারেননি, মানুষের সেবায় নিয়োজিত থাকা দুইবারের সাবেক এই সংসদ সদস্য। এদিকে, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী স্ত্রী আয়েশা আক্তারও।
সরকারের কাছে আবুল হাশেমকে ভাষাসৈনিকের মর্যাদা ও আর্থিক সহায়তা চেয়েছেন স্বজন ও স্থানীয়রা।
‘আমি যখন এমপি ছিলাম’ শিরোনামে একটি বইও লিখেছেন আবুল হাশেম। এই বই বিক্রির অর্থেই কোনোরকম চলে তাঁর সংসার।