ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

জীবিত শিশুকে মৃত সনদ দেয়া নবজাতকটি আর নেই

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৯ পিএম, ৫ অক্টোবর ২০১৬ বুধবার

৩৬ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে মারা গেল জীবিত শিশুকে মৃত সনদ দেয়া নবজাতকটি। মঙ্গলবার নগরীর সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ এই সনদ প্রদান করেছিল। এ ঘটনায় শোকে স্তব্ধ শিশুটির পরিবার । এদিকে এ ঘটনায় দু’ চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে সিভিল সার্জনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। চিকিৎসক দম্পতি রিদওয়ানা কাউসার ও নুরুল আজমের প্রথম কন্যা সন্তানটি শেষ পর্যন্ত মারা গেছে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকের। সাত মাসে মায়ের গর্ভ থেকে ৫০০ গ্রাম ওজন নিয়ে জন্মানোর পর থেকেই বেঁেচ থাকার জন্য নবজাতকটিকে পেরুতে হয়েছে কঠিন পথ। আর এ জন্য সিএসসিআর হাসাপাতালে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলাকে দুষলেন স্বজনরা। এদিকে শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে ছুটে যান সিভিল সার্জন । এসময় তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দেয়ার তাগিদ দেন তিনি। এদিকে দায়িত্বে অবহেলার জন্যে দুই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া সিএসসিআর কর্তৃপক্ষের তাদের তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট দেয়ার সময় ২৪ ঘন্টা থেকে তিন দিন বাড়িয়েছে।