ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ঘুমিয়ে থাকায় হাজিরা দিতে পারেননি খালেদা জিয়া [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ঘুম থেকে উঠতে না পারায় নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানিতে আদালতে হাজির হতে পারেননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালত পরবর্তী শুনানি ৩ মার্চ নির্ধারণ করেছে।

২০০৭ সালের ৯ ডিসেম্বও তেজগাঁ থানায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়। আসামীদেও বিরুদ্ধে ১৩ হাজার ৭শ ৭৭ কোটি টাকার অনিয়মের অভিযোগ আনা হয়।

এামলার বিবরণে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে  দেয়া হয়। আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুল  নিষ্পত্তি করে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

আজ বুধবার মামলার চার্জ গঠনের শুনানির দিন ছিলো। জেল কর্তৃপক্ষ আদালতকে জানায়, বেগম জিয়া ঘুম থেকে উঠতে না পারায় হাজির হতে পারেননি। পরে আদালত ৩ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।

পরে খালেদা জিয়ার আইনজীবী সাংবাদিকদের বলেন, তিনি অসুস্থ, ঘুমিয়ে থাকায়  হাজির হতে পারেননি।  তার উন্নত চিকিৎসারও দাবি জানান তিনি।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, খালেদা জিয়া অসুস্থ হলে জেলকোড অনুযায়ী তিনি চিকিৎসা পাবেন।

খালেদা জিয়া সম্মানিত ব্যাক্তি, তার সুযোগ সুবিধা রাষ্ট্র দেখবে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ভিডিও:https://youtu.be/WzwBqDK2nYw