জঙ্গিবাদ প্রতিরোধে গোপালগঞ্জে প্রতিদিন শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা
প্রকাশিত : ১০:৩৩ এএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৩ এএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
জঙ্গিবাদ প্রতিরোধে গোপালগঞ্জের কাশিয়ানির একটি স্কুলে প্রতিদিন শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীরা জঙ্গিবাদের খারাপ দিক সম্পর্কে সচেতন হচ্ছে বলে জানালেন শিক্ষাকরা। ফুকরা মদনমোহন একাডেমির এ উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
কাশিয়ানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুকরা মদনমোহন একাডেমি। শিক্ষার্থী সংখ্যা হাজারেরও বেশি। প্রতিদিন কোরআন তেলাওয়াত-গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় অ্যাসেম্বলি। গুলশানে হলি আটিসার্ন রেস্টুরেন্টে হামলার পর শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ শেষে পড়ানো হয় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ।
শপথ পাঠে দেশপ্রেমে উজ্জ্বীবিত হওয়ার পাশাপাশি জঙ্গিবাদকে ঘৃণা জানাচ্ছে শিক্ষার্থীরা।
শুধু শপথই নয় শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় অনুশাসন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেয়া হয় অ্যাসেম্বলি থেকে। আর শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশেরও আয়োজ করে স্কুল কর্তৃপক্ষ ।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক।
প্রত্যেকটি স্কুলে এরকম উদ্যোগ নিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কার্যকর ফল আসবে বলে মনে করছেন স্থানীয়রা।