ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চকবাজারে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজার চুরিহাট্টা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট। আগুন পাশাপাশি দুই ভবনে ছড়িয়ে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ‌উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, চকবাজারে আগুন লাগার ঘটনায় দগ্ধ ও আহতসহ অর্ধশতাধিক মানুষ ঢামেক হাসপাতালে এসেছে।এদের মধ্যে দগ্ধ ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর।

আরকে//