ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা বিলুপ্তির পথে (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
মাতৃভাষায় পড়ালেখার সুযোগ না থাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ফেনীতে ১১ বছরেও পূর্ণতা পায়নি ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। আর রাজবাড়ীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার।
দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় লক্ষাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির বাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কিন্তু মাতৃভাষায় পড়ালেখার সুযোগ না থাকায় দিন দিন তারা ভুলতে বসেছে নিজেদের ভাষা।
নিজেদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নে সরকারের কাছে দাবি জানান ক্ষুদ্র-নৃগোষ্ঠির নেতারা।
২০০৮ সালে ফেনীর দাগনভুঁঞায় বাড়ির পাশে ভাষা শহীদ আবদুস সালামের নামে প্রতিষ্ঠা করা হয় স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। কিন্তু জাদুঘরে একটি ছবি ছাড়া ভাষা আন্দোলনের কোনো স্মৃতিচিহ্ন নেই। গ্রন্থাগারটিও প্রায়ই বন্ধ থাকে। ফলে এর সুফল পাচ্ছে না দর্শনার্থীরা।
তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী।
এদিকে, ভাষা আন্দোলনের ঊনসত্তর বছরেও রাজবাড়ীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ ৭৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১৪৯টিতে।