বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন সংগঠনকে শক্তিশালী করা জরুরি
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার
আন্দোলনকে গুরুত্ব দিলেও আপাতত সংগঠনকে শক্তিশালী করা জরুরি বলে মনে করেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে, দেশে এখণ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নেই বলেও দাবি করেছেন তারা। এমন পরিস্থিতিতে কোনো আন্দোলনই সফল হবে না বলেও মনে করেন তারা। আর আন্দোলনের সুযোগ পেলে বিএনপি সাংগঠনিক শক্তি প্রমাণ করতে পারবে বলে আশাবাদী নীতি নির্ধারকরা।
৫ই জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে টানা অবরোধ ও পরবর্তীতে সরকারের এক বছর পূর্তিকে কেন্দ্র করে লাগাতার কর্মসূচী পালন করে বিএনপি। তবে সেই আন্দোলন সফলতার মুখ দেখেনি। এরপর বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচি পালন করলেও রাজপথে তেমন সরব দেখা যায়নি দলটিকে। রাজনৈতিক মহলে বিএনপির সাংগঠনিক শক্তি নিয়েও উঠে প্রশ্ন।
গেল ১৯শে মার্চ বিএনপি জাতীয় কাউন্সিলের পর নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার কথা বলা হলেও কার্যত তা হয়নি। প্রশ্ন উঠেছে সংগঠন শক্তিশালী, না আন্দোলন; কোনটা আগে করবে বিএনপি। তৃণমূল কর্মীরা মনে করেন হত্যা, গুম, মামলা ও পুলিশী নির্যাতনে তারা জর্জরিত থাকায় এখণ সংগঠনকেই গোছানো উচিত।
বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক রাজনীতির অনুপস্থিতি আর সরকারের একদলীয় মনোভাবে শুধু বিএনপিই নয়, অন্য দলগুলোরও রাজনীতি করার সুযোগ নেই।
তবে নেতারা মনে করেন, চলমান ইস্যুতে আন্দোলন পাশাপাশি সংগঠন শক্তিশালী করাও জরুরী।
নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বর্তমান সাংগঠনিক শক্তি দিয়েও বিএনপি জয়ী হবে বলেও মনে করে দলটির নেতাকর্মীরা।