নিহতের সংখ্যা বেড়ে ৮১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পুরানো ঢাকার চকবাজার এলাকায় অগ্নিদূর্ঘটনায় এখনো পর্যন্ত ৮১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।
তিনি বলেন, ৪১ জন লোক আহত হয়েছে। তাদের আমরা আগেই সরিয়ে নেওয়া হয়েছে । আমরা আগে বলেছিলাম ৭০ জন নিহত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন খবরে বুঝা যাচ্ছে নিহতের সংখ্যা ৮০ বা ৮১ হতে পারে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ একটি ডেড বডির জায়গায় দু`তিন টি ডেড বডিও রাখা হয়েছে।
এর আগে উদ্ধার অভিযান আনুষ্ঠাণিক ভাবে সমাপ্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তবে এখনো যে কোন ঝুঁকি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিসের অতিরিক্ত একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। এছাড়াও রেডক্রিসেন্ট, বয়েস্কাউট ও স্থানীয় জনগণকে কাজ করতে দেখা গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলেন, স্থানীয় জনগণের সহযোগীতা ছাড়া এ বড় অগ্নিদূর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। ঘটনার পরপরই ফায়ায় সার্ভিস, স্থানীয় জনগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় স্বেচ্ছাসেবক, রেডক্রিসেন্ট, সর্বোপরি সাধারণ জনগণ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বলেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা চেষ্টা করেছি দ্রুততার সাথে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য।
আ আ// টিআর