রুমার স্বপ্ন পুড়ে ছাই
আউয়াল চৌধুরী
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
হাতে একটি ছবি নিয়ে চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ঘুরছেন একজন লোক। মুখটা মলিন। কাছে গিয়ে জানতে চাইলে বললেন, আমার ভাই বিল্লাল হোসেনকে খুঁজে পাচ্ছি না। গতকাল বুধবার রাত ১০টার দিকে আমার ভাই সর্বশেষ ফোনে কথা বলে, এরপর তার আর কোনো খোঁজ নেই। মেডিকেলে তার লাশও শনাক্ত করতে পারি নাই। কী করবো এখন জানি না। ডুকরে কেঁদে উঠলেন।...
গতকাল বুধবার রাত সোয়া ১০ টার দিকে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা চৌরাস্তা মোড়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সেই আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় বিল্লাল হোসেনের স্ত্রী রুমা বেগমের। বিল্লাল সেখানকার ডেকোরেটর দোকানে দর্জির কাজ করতো। এতে যে আয় হতো তা দিয়েই চলতো ছোট্ট সংসার। বিল্লালের ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। তাকে ঘিরেই ছিল তার যত স্বপ্ন।
ঢাকা মেডিকেলে লাশ ঘরের সামনে ছবি হাতে স্বামীর খোঁজে দাঁড়িয়ে আছেন বিল্লালের স্ত্রী রুমা বেগম। চোখ মুছতে মুছতে একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমার স্বপ্ন, সন্তানের স্বপ্ন সব মিশে গেল আগুনে। আমাদের আর কোথাও দাঁড়াবার জায়গা নেই। এই শহরে ছোট্ট বাসা নিয়ে আমরা তিনজন থাকতাম। রাতেও কথা হয়েছে। ও বললো দোকান বন্ধ করছি, কাজ শেষ। দ্রুত চলে আসবো। সে বললো- জান্নাত কই? এরপর লাইন কেটে গেল। তার সঙ্গে আর কথা হলো না।
বিল্লাল হোসেন মদিনা ডেকোরেটরে কয়েক বছর ধরে কাজ করছেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্জির কাজগুলো করতেন। মেয়েকে নিয়ে ছিল তার অনেক স্বপ্ন। কাজ শেষে বাসায় গিয়ে প্রতিদিন তাকে কিছু না কিছু দিতেন। মেয়েও গলা জড়িয়ে তাকে বাবা বাবা বলে আদর করতো।
রুমা বেগম বলেন, মেয়েকে পড়ালেখা করিয়ে অনেক বড় করতে চয়েছেন। স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু সেটি আজ ছাই হয়ে গেছে। আমাদের বেঁচে থাকার আর কোন অবলম্বন নেই। মেয়েটি তার বাবাকে খুঁজছে কিন্তু সেতো আর আসবে না। তার লাশটিও শনাক্ত করতে পারছি না।
এ সময় কান্নায় ভেঙে পড়েন রুমা বেগম। কথা বলার মতো অবস্থা তার আর ছিল না। যে দোকানে বিল্লাল কাজ করতো সেই দোকানে গিয়ে দেখা গেল তার নিজের কেনা মেশিনটি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এভাবে আরও কত বিল্লালের স্বপ্ন যে ছাঁই হয়ে উডে গেল চকবাজারের চুড়িহাট্টা মোড়ে তার হিসাব হয়তো কোন দিন কেউ জানবে না।
উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মোড়ে বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ভয়বহ আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সর্বশেষ তথ্যমতে ৮১ জন নিহত হন। তার মধ্যে বিল্লাল হোসেন ও মদিনা ডেকোরেটেরের মালিক শামছুল ইসলামসহ মোট ৭জন আগুনে পুড়ে মারা যান।
এসি