এখন পর্যন্ত হস্তান্তর হয়েছে বাইশটি লাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ঢাকা মেডিকেলের মর্গ থেকে এখনো পর্যন্ত বাইশটি লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুর দুইটা দশ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জের কামালের লাশ সর্বপ্রথম হস্তান্তর করা হয়। হস্তান্তর প্রকৃয়ার ৫০ মিনিটে প্রথম এ লাশটি হস্তান্তর করা হয়। লাশটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন।তবে আজ মোট ৩৭টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে।
পোস্টমর্টেমের পর আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা জেলা প্রশাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
একুশে টেলিভিশন অনলাইনকে তিনি জানান, এখনো পর্যন্ত বাইশটি লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একগ্রামের সাতটি লাশ বুঝিয়ে দিয়েছি। তারা সবাই নোয়াখালীর নাটেশ্বর গ্রামের। ছয়টি ঢাকার স্থানীয়।
তিনি জানান, পোস্টমর্টেম শেষে লাশের জাতীয় পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয়। এর অভিভাবকের সাক্ষর নিয়ে লাশ বুঝিয়ে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা ও অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া হচ্ছে।
আরকে//