হাসপাতালে কুদ্দুস বয়াতি: উন্নত চিকিৎসায় নিতে হবে বিদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
জনপ্রিয় লোকশিল্পী কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ। বেশ কিছুদিন ধরে তিনি খাদ্যনালী ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। বর্তমানে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কুদ্দুস বয়াতির ছাত্র ফেরদৌস বলেন, প্রায় ১০দিন ধরে ওস্তাদ কিছুই খেতে পারছেন না। ওনার খাদ্যনালী ও ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, কুদ্দুস বয়াতির চিকিৎসার জন্য হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে খুব শিগগিরই বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
এদিকে তার ছেলে আলমগীর কুদ্দুস জানান, কুদ্দুস বয়াতির চিকিৎসা খরচ বাবদ ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের এই অর্থ ব্যয় করার সামর্থ্য নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন তারা।
ছোটবেলা থেকেই কুদ্দুস বয়াতি গান করেন। ১৯৯২ সালে তার গাওয়া ‘এই দিন দিন না আরও দিন আছে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া দেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে তিনি সমাজের নানা সমস্যা নিয়ে মানুষকে গান শুনিয়েছেন।
আরকে//