ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার নির্দেশ দিলেন ইমরান খান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতীয় বাহিনীর যেকোনো হামলার চূড়ান্ত ও পূর্ণাঙ্গ জবাব দেওয়ার কর্তৃত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফ’র বহরে সন্ত্রাসী হামলার পর পাক-ভারত উত্তেজনা যখন তুঙ্গে তখন ইমরান খান পাক সামরিক বাহিনীকে এই কর্তৃত্ব দিলেন।
একইসঙ্গে তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে দেশ থেকে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার শিকড় উপড়ে ফেলার প্রচেষ্টা জোরদার করার নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বা এনএসসি’র বৈঠকে এসব নির্দেশনা ও কর্তৃত্ব দেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তার প্রশ্নে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে এনএসসি।
গতকালের বৈঠকে ভূ-রাজনৈতিক, জাতীয় নিরাপত্তা এবং পুলওয়ামা হামলার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার সমস্ত অভিযোগ নাকচ করা হয়েছে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/