ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শেরপুরে কৃষিপণ্য গোডাউনে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি গোডাউনসহ বিপুল পরিমান পাট, ধান, সরিষা, মাস কলাই পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।

শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে প্রথমে ব্যবসায়ী শহিদুল ইসলামের পাটের গোদাম ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মূহুর্তেই পাটের গোদাম ছাড়িয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী রিপন ও শাজাহান মিয়ার ধান, সরিষা ও মাসকলাইয়ের গোদামে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শেরপুর সদর ও নালিতাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে যৌথভাবে প্রায় ২ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত সাপেক্ষে বলা যাবে এর প্রকৃত কারণ । উপজেলা নির্বহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

একে//