আহতদের ৩০ হাজার টাকা করে জেলা প্রশাসকের অনুদান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত স্বজনদের ১১ জনকে ৩০ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। শুক্রবার (২২ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি
এছাড়াও নিহতদেকে প্রাথমিকভাবে দাফন সম্পন্নের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার। ঢামেক সূত্র জানায়, ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট থাকায় অশনাক্ত ২১টি মরদেহের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৫টি, সোহরাওয়ার্দীতে ৫টি, কুর্মিটোলায় ৩টি, হৃদরোগ হাসপাতালে ৫টি ও ঢাকা মেডিকেল জরুরি বিভাগের ফ্রিজে ৩ মরদেহ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২১ মরদেহ এখনো শনাক্ত হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে অব্দি দত্ত আহত হয়েছে নয় জন এবং উদ্ধারকাজে হতাহত হয়েছে আরো দুজন আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কে সাত জনে রাখা হয়েছে অর্থোপেডিক হাসপাতাল এ আরো দুজন রয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দ কুমার দত্ত সড়কের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে।
এসএইচ/