চকবাজারে অগ্নিকাণ্ড: সারা রাত ঘুমাননি প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর শোনামাত্রই প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে খোঁজখবর নিতে শুরু করেন। এ সময় তাকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখা যায়। তিনি সারা রাত ঘুমাতে পারেননি। নিজেই উদ্ধার অভিযান পরোক্ষভাবে তদারকি করেন। এ ঘটনায় নিহতদের দাফন ও আহতদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে ও নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এসএইচ/