ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

গুণগত পরিবর্তনের পরিবর্তনের নির্দেশনা থাকছে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৪৪ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে চলমান রাজনৈতিক ধারায় গুণগত পরিবর্তনের  নির্দেশনা থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা। দলের ইতিহাস, ঐতিহ্য আর সরকারের উন্নয়ন চিত্রের পাশা-পাশি থাকছে ডিজিটাল আধুনিকতার ছোঁয়া। অভ্যন্তরীন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার দিক নির্দেশনাসহ কয়েক দশকের উন্নয়ন চিত্রের তুলনামূলক তথ্যও তুলে ধরা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলটির সাথে জড়িয়ে আছে স্বাধীনতা, স্বাধীকার আর ঘুরে দাঁড়ানোর ইতিহাস। নানা কারনেই এবারের সম্মেলন পাচ্ছে ভিন্ন রকম গুরত্ব। আয়োজনেও থাকছে ভিন্ন মাত্রা। উন্নয়ন চিত্রের তুলনামূলক তথ্য ভান্ডার প্রকাশের পাশাপাশি ভবিষৎ কর্মপন্থার দিক নির্দেশনাও থাকছে। থাকছে বর্তমান সরকারের অগ্রযাত্রা ব্যহত করতে সহিংস ষড়যন্ত্রের প্রামানিক দলিলও। এই কাউন্সিলের মধ্য দিয়ে উন্নয়নের মহা সড়কে এগিয়ে যাওয়ার সাথে পুরো জাতিকে সম্পৃক্ত করতে চায় আওয়ামী লীগ এমনটাই জানালেন আযোজকরা।