ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাতীয় পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার | আপডেট: ০৯:৪৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮-এর জন্য চলচ্চিত্র আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা ৭ মার্চ বিকেল ৫টার মধ্যে ডিভিডি জমা দিতে পারবেন।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের অফিস বা www.bfcb.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র গ্রহণ করা যাবে। বরাবরের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৮টি বিভাগে দেওয়া হবে।

কিছু নিয়ম মেনে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র জমা দিতে পারবেন নির্মাতারা। এতে ১২টি শর্ত দেওয়া হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পর্কিত যে কোনো বিষয়ে সংশ্নিষ্ট জুরি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে সরকার। গঠিত বোর্ড সংশ্নিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কার দেওয়ার জন্য নাম সুপারিশ করবে।

এসএ/