ম্যাথিউ’র আঘাতে হাইতিতে নিহত ২৮৩, ঝড় আরো শক্তিশালী হয়ে এগুচ্ছে ফ্লোরিডার দিকে
প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩১ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার
শক্তিশালী হ্যারিকেন ম্যাথিউ’র আঘাতে হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। এছাড়া, ডোমিনিকান রিপাবলিক, কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় আরো শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগুচ্ছে।
হ্যারিকেন ম্যাথিউর আঘাতে লন্ডভন্ড ক্যারিবিয়ান দেশ হাইতি।
স্থানীয় সময় মঙ্গলবার ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঝড়টি। পাশাপাশি হয় প্রবল বর্ষণ। কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হয় ওই অঞ্চল।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেরেমি শহরে। বিধ্বস্ত হয়েছে ৮০ শতাংশ ঘরবাড়ি। আর সুদা প্রদেশে এই সংখ্যা ৩০ হাজারের বেশি। গৃহহারা হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। অধিকাংশ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। <ংঃৎড়হম>
হাইতির পর ডোমিনিকান রিপাবলিক, কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জে তান্ডব চালায় হ্যারিকেন ম্যাথিউ। ক্যারিবীয় অঞ্চলে গেল এক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ঝড়।
ঝড়টি আরো শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে এগুতে শুরু করেছে। এরইমধ্যে ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ফ্লোরিডাসহ জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনার ২০ লাখ মানুষকে।