আজ নোবিপ্রবিতে যাচ্ছেন রাষ্ট্র্রপতি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৮:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
আজ নোয়াখালীতে যাচ্ছেন রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আচার্য মো. আবদুল হামিদ। বিকেলে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বর্ণিলভাবে সাজানো হয়েছে নোবিপ্রবির গোটা ক্যাম্পাস। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ২০০৬ সালে যাত্রা শুরু হওয়া নোবিপ্রবির আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সমাবর্তন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর, অডিটোরিয়াম, একাডেমিক ভবন, উপাচার্যের বাসভবন, হলসহ বেশ কয়েকটি ভবন রঙতুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। আলোকসজ্জিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব প্রশাসনিক ভবন।
এ ছাড়া সবকিছু ঠিক থাকলে বিশ্ববিদ্যালয়ের সদ্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দুটি উদ্বোধনের কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের সমাবর্তনে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারীদের মধ্যে মোট ২ হাজার ২৬৩ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমাবর্তন কমিটির আহ্বায়ক ড. এম ফারুক উদ্দিন বলেন, ‘সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনসহ একাডেমিক ভবনগুলো রঙ করা হয়েছে।’
প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক রোকোনুজ্জামান বলেন, ‘সমাবর্তনের দিন ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।’
রেজিস্ট্রার অধ্যাপক মোমিনুল হক জানান, আজকের সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, ‘দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি বিকেল ৩টায় ক্যাম্পাসের নিজস্ব হেলিপ্যাডে অবতরণ করবেন। এর পরপরই শুরু সমাবর্তনের মূল অনুষ্ঠান।’
এরই মধ্যে পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে ছোট-বড়, নতুন-পুরনো শিক্ষার্থীদের মিলন মেলায়। এবারের সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন ১১ শিক্ষার্থী।
এসএ/