ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৯:৫৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। বেশিরভাগের কার্পেটিং ওঠে সৃষ্টি হয়েছে ছোটবড় গর্তের। ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর।

এভাবেই ওঠে গেছে পিচ; ইট-খোয়া ভেঙ্গে সৃষ্টি হয়েছে খানাখন্দের। পর্যাপ্ত মাটি না থাকায় দু’পাশ ভেঙ্গে সরু হয়ে গেছে রাস্তা।

পৌর এলাকার পুরোনো কবরস্থানের পাশের রাস্তা, টিকিয়াপাড়া, গোয়ালপাড়া, নরেশ চৌহান হলপাড়ার সংযোগ তিনটি সড়ক, ঘোষপাড়া-সরকারপাড়ার চারটি, হাজিপাড়ার বড়মাঠ থেকে শিমুলতলা, আশ্রমপাড়া শিশুপার্ক থেকে মুন্সিপাড়া ও চানমারীপাড়ার রাস্তার অবস্থা খুবই করুণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দৈন্যদশা বলে জানান স্থানীয়রা।

প্রয়োজনীয় বাজেট পেলে পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করা হবে বলে জানান পৌর মেয়র।

পৌর এলাকায় ৫৫ কিলোমিটার পাকা সড়কের ৩০ কিলোমিটারই ব্যবহার অযোগ্য বলে জানান নগরবাসী।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/