দূগর্তিনাশিনী দশভূজা দেবীর আমন্ত্রণ ও বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার
দূগর্তিনাশিনী দশভূজা দেবীর আমন্ত্রণ ও বোধনের মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনের শারদীয় দূর্গোৎসব। ঢাকের ঢোল, কাসার ঘন্টা আর শাখের ধ্বনিতে দিনাজপুরের ১২শ ১৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নাটোরে ৩শ’ ৪৩ টি পূজা মন্ডপ শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতিসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠনের মাধ্যমে মহাষষ্ঠী পুজা সম্পন্ন হবে। এবার দেবী মর্তে এসেছেন ঘোটকে, যাবেনও ঘোটকে। ধর্মীয় রীতি অনুসারে দেবীর এ আগমন ও প্রস্থান কল্যাণকর নয়। তবু ভক্ত হৃদয়ের আরাধনায় সব অকল্যাণ দূর করে বয়ে আনবে শুভ বার্তা-এমনটাই মনে করছেন সনাতন ধর্ম্বালম্বীরা।