ডাকসু নির্বাচন
ঢাবি ভিসির কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার বেলা ১২টার দিকে ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিন থেকে মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে যান।
এরপর সেখানে অবস্থান নিয়ে তারা ‘খালেদা জিয়া, জিয়া খালেদা’, ‘হলে ভোটকেন্দ্র, মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর সেখান থেকে সরে যান তারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান অবস্থান কর্মসূচিতে বলেন, ‘ডাকসু নির্বাচনের ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদল কতটা আন্তরিক তা আপনারা দেখেছেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সময়ে ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়েছে যখন ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি জনপদে ছাত্রদলের নেতাকর্মীরা গুম, ক্রসফায়ার, হামলা মামলায় জর্জরিত হয়ে নিজের এলাকায়, নিজের বাড়িতে পর্যন্ত যেতে পারছেন না।’
তিনি আরও বলেন, ‘ডাকসুর প্রতি ছাত্রদলের যে মমত্ববোধ, যে বিজয়ের ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধারের যে ইতিহাস ও ডাকসুর সাথে ছাত্রদলের যে আত্মিক সম্পর্ক, সে কারণে ডাকসু নির্বাচনের প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়ে এসেছিলাম। কিন্তু সাত দফা দাবি আদায়ে প্রশাসনের সব পর্যায়ে যোগাযোগ করেও কোনো সাড়া পাইনি।’
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ‘হলে হলে মিনিমাম সহাবস্থান এখনও নেই। ডাকসু নির্বাচন তড়িঘড়ি দেয়া হচ্ছে।’
প্রসঙ্গত, ছাত্রদল কর্মীরা পৌঁছানোর আগেই উপাচার্য কার্যালয়ের কলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন। পরে সেখানেই ব্যানার নিয়ে বসে পড়েন নেতাকর্মীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে মঙ্গলবার পর্যন্ত। জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ১১ মার্চ হবে ভোটগ্রহণ।
এসএ/