জার্মেইন কলিন ডেফোর জন্মদিন আজ
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:১২ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার
জার্মেইন ডেফো। ইংলিশ পেশাদার ফুটবলার। জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়ে খেলছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে। খেলেন আক্রমণভাগে। ডেফোর জন্ম লন্ডনের বেকটন শহরে ১৯৮২ সালের ৭ই অক্টোবর।
পুরো নাম জার্মেইন কলিন ডেফো। তবে সবার কাছে ডেফো নামেই বেশি পরিচিত। ১৪ বছর বয়সে চার্লটন অ্যাথলেটিক ক্লাবে নাম লেখানোর মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন ডেফো। এই ক্লাবে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন পরিণত ফুটবলার হিসেবে। ২০০০ সালে ওয়েস্ট হাম ইউনাইটেডে নাম লেখানোর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। খেলেন একটানা পাঁচ বছার। মাঝে এক মৌসুম লোনে খেলেন পোর্টসমাউথে।
২০০৪ সালে চুক্তিবব্ধ হয় আরেক ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারে। এই ক্লাবের জার্সি গায়ে খেলেন চার বছর। ১৩৯ ম্যাচে করেন ৪৩ গোল। চুক্তি শেষে নাম লেখান পোর্টসমাউথে। এক মৌসুম খেলার পর আবরো চুক্তিবদ্ধ হন পুরোন ক্লাব টটেনহাম হটসপারের সঙ্গে। ২০১৪ সাল পর্যন্ত খেলেন এই ক্লবে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেস সান্ডারল্যান্ড ক্লাবে।
ক্লাব ফুটবলে মাঠ মাতানোর পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ডেফো। বয়স ভিত্তিক দলে সুযোগ পান ২০০০ সালে। দক্ষতার পরিচয় দিয়ে ইংল্যান্ড মূল দলে জায়কা করে নেন ২০০৪ সালে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেন ২০১৩ সাল পর্যন্ত। আর জাতীয় দলে ৫৫ ম্যাচে করেছেন ১৯ গোল।