ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

অপহরণের ৫ দিন পর স্কুল ছাত্র উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ১০:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ঝিনাইদহের মহেশপুর থেকে অপহরণের ৫ দিন পর খুলনার দৌলতপুর থেকে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

ঝিনাইদ র‌্যাবের অধিনায়ক মাসুদ আলম জানান, গত ১৯ ফেফ্রয়ারি কোচিং থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হয় মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজান।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি অপহরণকারীরা মোবাইলে ফোনের মাধ্যমে সিজানের পিতার নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের পিতা তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেয়।

বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার বিকেলে খুলনার ফুলতলার বড়নপাড়া থেকে অপহরণকারী তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল নাজিমকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে খুলনার দৌলতপুরের একটি বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে ১০টি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কেআই/