মিরপুর স্টেডিয়ামের বাইরেও ছিলো ক্রিকেট সমর্থকের ভীড়, কালোবাজারিরা টিকেট বিক্রি অভিযোগ
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার
বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডের আগে মিরপুর স্টেডিয়ামের বাইরেও ছিলো অসংখ্য ক্রিকেট সমর্থকের ভীড়। প্রিয় দলকে সমর্থন দিতে আসা অনেকেই তবে, টিকেট না পেয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। কালোবাজারিরা বেশী মূল্যে টিকেট বিক্রি করেছে বলে অভিযোগ তাদের।
ক্রিকেট মানেই বাড়তি আগ্রহ আর বাড়তি উম্মাদনা। আন্তর্জাতিক ম্যাচ মানেই মিরপুর স্টেডিয়ামের বাইরে অসংখ্য ক্রিকেট ভক্তের ভীড়। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের আগেও এর ব্যাতিক্রম হয়নি। প্রিয় দলকে সমর্থন দিতেই মাঠে ছুটে যান ক্রিকেট ভক্তরা।
টাইগারদের সমর্থন দিতে স্টেডিয়ামে এসেছেন বিদেশী সমর্থকরাও।
তবে, টিকেট না পাওয়ার আক্ষেপ ছিল অনেক দর্শকের।
গোটা ম্যাচ জুড়ে লাল-সবুজের পতাকা নিয়ে স্বাগতিকদের সমর্থন যুগিয়েছেন এইসব টাইগারভক্ত।