ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে সলিডারিড্যাড নেটওয়ার্কের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি ও দক্ষতা উন্নয়নের জন্য সম্প্রতি নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। নোয়াখালীর জেলা সদরে অবস্থিত নাইস গেস্ট হাউজে অনুষ্ঠিত হয় এ চুক্তি।

চুক্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের এসভিপি এন্ড হেড অব এসএমই মুহাম্মদ মিজানুল কবির, এসআইবিএল মাইজদী শাখার ম্যানেজার ও এভিপি মুহাম্মদ আব্দুস শহীদ এবং সলিডারিড্যাড এশিয়ার প্রেগ্রাম ম্যানেজার মো. আতিকুজ্জামান।

নোয়াখালী ও লক্ষীপুর অঞ্চলের কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি ও কৃষি কাজে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমের আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংক হতে সয়াবিন চাষীদের মাঝে কৃষি ঋণ/বিনিয়োগ বিতরণ এবং সলিডারিড্যাড নেটওয়ার্ক, এশিয়ার মাধ্যমে সয়াবিন চাষীদের ফসল উৎপাদনে আধুনিক পদ্ধতির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে উক্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

এসএইচ/