জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খাদিজা,এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, আতংক কমেনি অভিভাবকদের
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩১ পিএম, ৭ অক্টোবর ২০১৬ শুক্রবার
পরীক্ষা দিয়ে বেরোনোর সময়, প্রত্যাখ্যাত প্রেমিকের চাপাতির কোপে, এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খাদিজা আক্তার নার্গিস। বৃহস্পতিবার ছিলো তার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। এদিন তাই, সহপাঠী ও শিক্ষকদের কষ্ট আর আফসোসের হাহাকারে ভারী হয়ে ওঠে পরীক্ষার হল। এদিকে, নার্গিসের উপর হামলার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হলেও, আতংক কমেনি অভিভাবকদের।
সবাই ছিলো পরীক্ষার হলে; ছিলো না শুধু নার্গিস। একসময়ের গৃহ শিক্ষক ও প্রত্যাখাত প্রেমিক বদরুলের চাপাতির কোপে আহত নার্গিস এখন, হাসপাতালের বিছানায় নিথর পড়ে। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তার এমন অনুপস্থিতিতে মর্মাহত প্রিয় সহপাঠীরা।
ভুলতে পারছেন না শিক্ষকরাও, অনুপস্থিতি দাগ কেটেছে মনে। অমানবিক-হিংস্র এ ঘটনার পর আতঙ্কে ভুগছেন অভিভাবকরা। পরীক্ষা চলার সময় বাইরে ব্যাকুল অপেক্ষা তাদের।
নার্গিসের উপর হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে কলেজ ক্যাম্পাসে। বহিরাগতদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী কর্মসূচীতে ওঠে বদরুলের ফাঁসির দাবি।