আগামী কালও বৃষ্টি হতে পারে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৃষ্টি আরো একদিন থাকতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, পশ্চিমা লঘুচাপটির যে বাড়ন্ত অংশটি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত ছিল, তা বুধবারও থাকবে।
সেইসঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে থাকবে এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। আর এসবের মিলিত প্রভাবেই দেশেই খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও।
এছাড়া, সোমবার রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। এই অবস্থা মাঝরাত অব্দি চলার আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার সকাল কোথায় কোথাও বজ্রপাত দিয়ে দিন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দিনে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর রাতে তা কমে দাঁড়াবে ২০ ডিগ্রিতে। আগামী কালও বৃষ্টির ভাব থাকতে পারে।
টিআর/