ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

চীনা পণ্যে এখনই শূল্ক আরোপ নয়: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:৪২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

চীনের প্রায় ২০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শূল্ক বাড়ানোর বিষয়ে বিলম্ব করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে সপ্তাহের শেষ দিকে বাণিজ্য নিয়ে মার্কিন সরকারের আলোচনায় ‘সত্যিকারের অগ্রগতির’ পর তিনি এ ঘোষণা দিলেন। সোমবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি এসময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসার কথাও জানান।ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্থানে বিশ্ব অর্থনীতির দুই বৃহৎ শক্তি এ আলাচনায় বসবে। আগামী ১ মার্চ থেকে চীনা পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপের কথা ছিল।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, দু পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টিকারী বেশ কয়েকটি ক্ষেত্রে আলোচনার পর অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষা, প্রযুক্তি হস্তান্তর, কৃষি, সেবা ও মূদ্রা ইস্যু।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আলোচনার ফলাফলের কারণে আমি চীনা পণ্যের ওপর শূল্ক বাড়াতে দেরি করব। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যে শীর্ষ বৈঠকে বসার পরিকল্পনা করেছি আশা করি তাতে আরো অগ্রগতি হবে এবং একটি চুক্তি হবে। এটা ছিল আমেরিকা ও চীনের জন্য চমৎকার একটি সপ্তাহ।”

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/