ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গাজীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:৪৭ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

গাজীপুরের হাড়িনাল এলাকায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার ভোর থেকে চলছে এই অভিযান। গোপন তথ্যের ভিত্তিতে, ভোরে হাড়িনাল এলাকার বাসিন্দা আতাউর রহমানের বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব। বাড়িটি চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, জঙ্গিরা সেখানে অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।