বিডিবিএলের নতুন চেয়ারম্যান মেজবাহউদ্দিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।
মেজবাহউদ্দিন ২০১০ সালের ফেব্রুয়ারিতে সচিব পদে উন্নীত হন এবং পর্যায়ক্রমে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে Hubert H. Humphrey ফেলোশিপ অর্জন করেন। ১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিকল্প গভর্নর, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের নির্বাহী পরিচালক, IDCOL I IIFC এর চেয়ারম্যান, SABINCO এর পরিচালক হিসেবেও দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন।
এসএ/