ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৫ ১৪৩১

জাবির প্রেসক্লাবের সভাপতি মূসা সম্পাদক রাইয়ান

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জেইউপিসি) এর ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক যায় যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মূসা সভাপতি এবং ঢাকা টাইমসের রাইয়ান বিন আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আবু সায়েম (পাবলিক নিউজ বিডি), যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক অরিত্র চন্দ্র দাস (বিডি টাইমস), কোষাধ্যক্ষ সাগর কর্মকার (বাংলা পেইজ), দপ্তর সম্পাদক হাসান তানভীর (এডুকেশন টাইম বিডি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদ জুবায়ের (বিডি সমাচার)।

কার্যকরী সদস্যরা হলেন, মুহাম্মদ খলিলুর রহমান (দেশ সংবাদ), আব্দুল্লাহ আল মাহমুদ (লাস্ট নিউজ বিডি) এবং নুর হাসান নাঈম (ইউরো বিডি নিউজ)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক আওলাদ হোসেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট, জহাঙ্গীরনগর থিয়েটার, ডিবেট অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্চাসেবী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন।

কেআই/