হ্যারিকেন ম্যাথিউ’র আঘাতে হাইতিতে নিহত ৮শ’ ৪২, যুক্তরাষ্ট্রে নিহত ৪
প্রকাশিত : ১২:৪২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:৪২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার
হ্যারিকেন ম্যাথিউ’র আঘাতে হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮শ’ ৪২ জনে। আশংকা করা হচ্ছে, প্রত্যন্ত এলাকায় আরো মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে ম্যাথিউ’র আঘাতে চারজন নিহত হয়েছে।
হ্যারিকেন ম্যাথিউ’র আঘাতের লন্ডভন্ড হাইতি এখন মৃত্যুপুরী। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা।
দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। উদ্ধার কাজ চললেও, বন্যা এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় প্রত্যন্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, ওইসব এলাকায় অনেক মানুষের মৃত্যু হয়েছে।
দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের তথ্য মতে, ম্যাথিউ’র তান্ডবে হাইতিতে ১০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েক লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। আর জাতিসংঘ বলছে, ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পেতে আরো কয়েকদিন সময় লাগবে।
এদিকে, শুক্রবার কিছুটা দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানে হ্যারিকেন ম্যাথিউ। সেখানে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এর প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনায় বন্যা দেখা দিয়েছে।