ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

অনন্ত মহাজাগতিক সফরে

মাওলানা ছায়ীদুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা, কেন্দ্রীয় দায়িত্বশীল ও আর্ডেন্টিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খতিব মাওলানা ছায়ীদুল হক যাত্রা করেছেন অনন্ত মহাজাগতিক সফরে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারি রাত ১০টায় খিলগাঁও মসজিদুল আমান জামে মসজিদে (ব্লক-সি, খিলগাঁও গভ. হাইস্কুলের উত্তর পাশে)। পারিবারিকভাবে তাকে মাদারীপুরে তার মা-বাবার কবরের পাশে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়।

৩৯ তম ব্যাচে কোয়ান্টাম মেথড কোর্স করার পর থেকেই ফাউন্ডেশনের সঙ্গে তার দীর্ঘ পথ চলা। এতেকাফ, গ্রাজুয়েট ও প্রো-মাস্টার কোয়ান্টায়নসহ কোয়ান্টামের বিভিন্ন প্রোগ্রাম তিনি পরিচালনা করেছেন। তার ধর্মীয় ও সচেতনতামূলক জ্ঞানগর্ভ ও সাবলীল আলোচনায় সমৃদ্ধ করেছেন অগণিত মানুষকে। পরম করুণাময় তাকে অনন্ত কল্যাণ দান করুন।

এসি