ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

সিরাজগঞ্জে দুর্বৃত্তের হামলায় ইউনিয়ন পরিষদের সদস্য নিহত

প্রকাশিত : ০১:০২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০১:০২ পিএম, ৮ অক্টোবর ২০১৬ শনিবার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ’সময় তার সাথে থাকা রাসেল নামে ১ জন গুলিতে গুরুতর আহত হয়। আহত রাসেলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মনিরুল রাসেলকে নিয়ে রান্ধুনীবাড়ি এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে সয়দাবাদ এলাকায় দুর্বত্তদের হামলার শিকার হন। পরে ইউপি সদস্য মনিরুলের মৃতদেহ ও রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।